আলতা পায়ের আলতো ছোঁয়ায়
নাকি তাঁর মনটা নাচে
আল দিয়ে সে যাচ্ছে চলে
চোখ চাইছে কাছে।

আলোয় ভরা দিন নাকি তাঁর
ভীষণ ভালো লাগে
অলিগলি পেরিয়ে সে
পালায় অস্ত রাগে।

আলপনা রোজ দিতেই হবে
এই হল তাঁর বায়না
আলগোছে পড়ে তুলির টান
স্পষ্ট কিছুই হয়না।

আলিয়া আল কুরআন পড়ে
মিলাতে চায় দোঁহে
আল্লাহ করবেন কৃপা?
জড়িয়ে দুজন মোহে!