লড়তে লড়তে একটা সময় আসে
তখন লড়াই আর ভালো লাগে না,
প্রাণ খুলে শুধু হাসতে ইচ্ছে করে,
যতই জাগাতে চাই অসাড় ইন্দ্রিয় গুলো কে
তারা সাড়া দিতে নারাজ হয়।
জীবন এক গোলকধাঁধার বিশাল পথ
সোজাসুজি হাঁটতে চাইলেও রাস্তা হয়ে যায়
সব সময়ই আঁকাবাঁকা অসমান,
পদ যুগল রক্তাক্ত হলেও, মলম হীন হয়েই
ক্রমাগত পথ পরিক্রমা;
সেখানে এক ফালি হীরের হাসিই রসদ।
হাসি পায় হাসি মুখ চাইতে,
আজকাল কেউ হাসতে জানেনা ,
ছোট বেলায় বা কৈশোর যৌবনে কত হাসতাম;
বকা শুনতাম অকারণে হাসির জন্য---
স্বার্থপর জাতি হাসতে জানেনা,
জানে টাকার বান্ডিল ভালো করে গুণে নিতে,
আমি একা একা হাসি, আমার পরমাত্মার সাথে।
(আমার কবিতা ভালো হচ্ছে না।
কমেন্ট না করলেও চলবে বন্ধু রা💗)