যত এগোতে চাই
তত পিছিয়ে যাই
তুমি হাত ধরো না তো!
পদ যুগল কন্টকে ভরে
রক্ত রুধী ঝরে পড়ে
একটুও ভালো বাসোনা তো!
আপন মনে করে
সারাটা জীবন ধরে
করেছি তোমার আশা,
কানে কি তুমি বধির!
মনটা তোমার অস্থির!
তুমি শুধু ধোঁয়াশা।
নিপ মালা গেঁথে রাখি
তুমি আমায় দাও ফাঁকি
আমি এতোই অভাজন?
কদম ফুটেছে গাছে
বকুল মালতী আছে
এসো, পরাবো শ্রীমুখে চন্দন।