আঘাত পেলেই প্রতিঘাত
এই-ই সার জানি
ক্ষমার কথা বলেন তিনি
তাঁর কথা কি মানি?
নিজেকে শুধু মালিক ভাবি
এই সম্পদ কার?
কিয়দ কালের অতিথি রা
'মমতি' তে ছারখার।
ভবের মোহে ডুবে থেকে
সত্য গেছি ভুলে
শমণ কালে ডাকলে তাঁকে
নেবেন তিনি কোলে?
বড়ো কথা মুখেই বলা
সুকর্ম রয় শূণ্যে
গরল পৃথ্বী সরল হোক
ত্যাগ অমৃতের পূণ্যে।