যুগান্তরের অন্ধকার
এক নিমেষে কি করে
আলোকময় হবে?
চলো তাহলে সবাই হাত ধরি---
দেখো পুরুষ, তুমি লজ্জার
হেতু হয়ে বস্ত্রে মুখ ঢেকো না,
হাতে মোম জ্বালিয়ে
সুযোগ বুঝে ফুঁ দিয়ে নিভিয়ে দিও না--
হাঁটু গেড়ে ফুল নিয়ে সমধুর
প্রেম সম্ভাষণ দিয়ে
সেই ফুল পা দিয়ে মাড়িয়ে দিও না---
এক দুষ্ট পুরুষের পাপে
সমগ্ৰ পিতা ভ্রাতা সন্তান সম সজ্জ্বন
পুরুষদের মুখে অবমানবের তকমা দিও না---
আগেও অনেক মোমবাতি জ্বলেছিল
অনেক মিছিল হয়েছিল,
পথে নারী সেনা নেমেছিল,
তবু খল হায়েনার চরিত্রের পরিবর্তন হয়নি---
এক মৃত্যু জাগিয়ে দিয়ে গেল
সকল নারী জাতি কে,
নারী, তুমি চিরকালের মহিষাসুর মর্দিনী,
চালিয়ে যাও হাতের ত্রিশূল তরবারি----