"জয় জগন্নাথ স্বামী নয়নপথগামী ভবতু মে"
জগৎ পারাবার হতে পার করো আমারে।
আমি অতি দীন হীন ,অন্ধ ভক্ত কাঙাল
কৃপা করো, দয়া করো হে ঠাকুর রাখাল।
বন্দনা করি তোমার শ্রী চরণ হে জগন্নাথঃ
পরে বন্দনা করি বলভদ্র আর সুভদ্রা মাতঃ।
জয় জয় জগন্নাথ, জয় জয় শ্রী নীল মাধব
দয়া করে করো পার , মুখে লয়ে হরি রব।
শান্তির পারাবার তোমার শ্রী চরণ দুটি প্রভু
বিচ্যুত না হয় যেনো পূর্ণ ভক্তি ঝঞ্ঝায় কভু।


(এই লেখনী টি ভক্তি বন্দনা। কবিতা নয়)