নীল নব ঘনো অম্বরের কাছে
একটু মেঘ চেয়েছিলাম,
সে অধিক মেঘ আর বর্ষণে বন্যায় ভাসালো,
এখন সবাই যেনো দ্বীপের বাসিন্দা---

নক্ষত্রের কাছে তীক্ষ্ণ দৃষ্টি চেয়েছিলাম
সে এমন দৃষ্টি দিল,
পদে পদে মানুষের ভুল গুলোতে
দৃষ্টি পড়ল, আমি মন্দ হয়ে গেলাম--  

সূর্যের কাছে মোক্ষ জ্ঞান চেয়েছিলাম,
তিনি কীরণ দিলেন, মোক্ষ দিলেন না,
মোক্ষ পেতে সাধিধ্যাসন, যোগের প্রয়োজন,
আমার তো সে জ্ঞান নেই----

পৃথিবীর কাছে নিখাদ প্রেম চেয়েছিলাম,
পৃথিবী-মা বললেন, "নিখাদ প্রেম নেই ,
স্বার্থ ছাড়া এখানে কিছু মিলবে না,
তুমি বৈকুণ্ঠ গোলকধাম যাও---"  

কিন্তু ঠিকানা টা কি কেউ জানো????