এই মেয়েটা একটু দাঁড়া--
আমার এখন ভীষণ তাড়া।
আমায় কি ভুলেই গেলি?--
খুঁজবো নাকি অলিগলি?
কাঁদিস তুই আমার জন্য?
জীবন আমার ধন্য ধন্য।
চুল বাঁধিস ফুল দিয়ে?
সময় নেই সংসার নিয়ে।
তোকে রোস্ নামে কেউ কি ডাকে?
শুনি না কিছুই কাজের ফাঁকে।
কি হল তোর ছেলে না মেয়ে?
কাজ কি তোমার খবর নিয়ে?
আমি আজও তোকে ভালোবাসি
ওসব কথা আজ ভীষণ বাসী।
এখনও তোর এতো অভিমান?
বলেছিলে যে, প্রেম স্বর্গ সমান!
প্রেম চিত্তে চাই যে তোর হিত,
জেনো, তুমি আমার শুধুই অতীত----