পাগল মন----
বলে বারবার কাকে ফেলে এসেছি!
সব কিছু ফেলেই জীবন এগিয়ে চলে,
স্মৃতি শুধু বহন করে মায়াময় কিছু চিত্র বা
অহেতুক ঘটে যাওয়া ঘটনা।

কোন একদিন তাঁর হাতে হাত রেখে
অনেক দূরে চলে এসেছিলাম,
কত বসন্ত কেটে গেছে তাঁর দেহে লীন হয়ে,
তাঁর চঞ্চু তে চঞ্চু মিলিয়ে,
কত হাসি খেলা আনন্দ, কতনা নিবীড় স্পর্শে
নারীর সুললিত কায়া- গর্ভে তিল তিল করে বেড়ে
উঠেছিল এক মহা শিশু; খুশির আমেজে জন্মেছিল,
আনন্দ বার্তা কানে দিয়েছিল,
সেও হয়ে গেছিল একদিন পিতা বা মাতা:
চলে যায় সকলেরই সেই দিন।

শুধু কিছু স্মৃতি তাড়না করে বেড়ায় জীবন ভর,
ফেলে আসা কে ফিরে পাওয়া যায় না,
তার রেশ টুকুই অমৃত সম হয়ে জীবন যুদ্ধে
অনুপ্রেরণা যোগায় গোধূলি লগ্নে,

ফেলে এসেছি তাকেই, যাকে আর
কোন দিন ক্রন্দসী হয়ে, প্রার্থনা করেও
ইহ জীবনে আর ফিরে পাবোনা,
আক্ষেপ করে বেকুব  মূর্খ অবুঝ একটা মন।