একদিন সব সজীবতা মলিন হয়ে যায়
পড়ে থাকে শুধু স্মৃতি
সেইটুকু নিয়ে আঁকাবাঁকা বোন্ধুর পথ চলা
দিয়ে যাওয়া মধু প্রীতি।
জন্ম, শৈশব, কৈশোর, যৌবন, পৌঢ়ত্ব রেখে
আসে জীবনে গোধূলি ক্ষণ
চোখে যেন ঝাপসা দেখা সব, হাত পা শিথিল
তবু ধুসর অতীতে পড়ে থাকে মন।
জীবন নিত্যনতুন হাসি কান্না ভরা নাটকের খেলা
কারো জয়, কারো হার
বিজয়ী, পরাজিত দুজনেই চলে সুখে বা দুখে
তবু কাল ঘণায়, দুর্নিবার।
এক জন্ম, এক মৃত্যুর জন্য, মুখে বললেও
জানি মানতে বড়ো কঠিন
জ্ঞানী প্রজ্ঞাবানের লয় ক্ষয়ে কোন শোক নেই
তাঁরা সব কিছুতেই অন্তহীন।