ভাবিনি কোনদিন তোমাকে
এতো কাছে পাবো
তোমার হাতে অসাড় হাতখানি
সযতনে এভাবে মিলাবো।
আমি নিশি দিন তোমায় ভেবে
কাটিয়ে দিয়েছি কাল
আজ রজনী প্রভাত হল বুঝি!
তাই শীতল দগ্ধ ভাল।
ডাহুক ডাহূকী, হংস হংসী
দেখো মিলনে পাগল
মল্লার রাগ ধরেছে তৃষিত কন্ঠ
মন বুঝি উতরোল।
শ্রাবণ বারী ধারা ঝরে মাটিতে
কাঁপে দোঁহার কায়া
দুটি দেহ তাই এক হল আজ
জলে ভাসে সেই ছায়া।