সুখ তো কেবল যায় আর আসে
দুঃখ চির সাথি
দুখের ঘরে তাইতো জ্বালাই
নিত্য আগর বাতি।
দুঃখ শোনে মনের কথা
আমার সঙ্গে কাঁদে
দুখের গলা জড়িয়ে রোজ
হাত রাখি তার কাঁধে।
জগৎ মিলন মেলায় যারা
বঞ্চিত চিরকাল
তাদের সাথেই নিত্য আসে
যামিনী সকাল।
ভাগ্য যদি করে পদাঘাত
নেইকো অভিমান
দুখের গলায় মাল্য দিয়ে
বাঁচুক কবির প্রাণ।