সে যখন ঝর্ণা ধারায় আসে
তাকে দেখে সবাই হাসে
ফুল ফোটে ঘাসে ঘাসে---
সে যখন মরমী মায়াবী
চোখের তারায় তাকায়
সব ক্লান্তি যেন দূর হয়ে যায়----
সে তীব্র তীরের বেগে এসে
তপ্ত দেহ মন প্রাণ অনায়াসে ভিজায়
মধু মল্লার রাগে গান গায়---
জেলে, চাষি, কৃষক, আনন্দে আত্মহারা,
তার আগমনে ঝংকার তোলে পৃথ্বী
বন্ধু, বলোতো সে কোন সাথী?