মাঝখানে তে একটা পুকুর
চার ধারে তে গাছ
সেই পুকুরে খেলা করে
নির্ভয়ে তে মাছ।
মাছ কেউ খায়না সেথায়
সবাই মিলে পোষে
গরু ছাগল মুরগি ভেড়া
জাবড় কাটে ঘাসে।
একটা ছোট স্কুল আছে
খোকা খুকু পড়ে
সুর করে সবাই ওরা
খুশির নামতা ধরে।
গরম কালে পাখা কোথায়!
প্রকৃতি বাতাস করে
অন্ধকারে লম্ফ নিয়ে
সবাই চলে ফেরে।
সরল সহজ মানুষ ওরা
কৃত্রিমতা নাই
চলো আমরা কবি রা সব
সেইখানে তে যাই।