সজনী গো আশার শ্রাবণ নিশী
অবহেলে কেটে যায়
বল, "সে"এলেনা কেন হায়?
গুরু গুরু মেঘের গর্জন
একা বসে ,নাই যে স্বজন
অম্বর ভরা নীরদ অঞ্জন।
সখী,শুনি কানে ক্ষণে ক্ষণে
ডাহুকীর বিরহের ডাক
অম্বর গর্জনে বাজে শুভ্র শাঁখ।
কদম, কেয়া পড়ে ঝরে
তাঁর কথা শুধু মনে পড়ে
সখী, কেন ফেরে না সে ঘরে?
কম্পিত শঙ্কিত বক্ষ খানি
তবু শুনি কার পদ ধ্বনি!
আসবে সে, জানি আমি জানি।