মানুষ নামের মুখোশ পরে
মানবতার হেলা
আপন কন্ঠে অমৃত ঢেলে
অপরকে গরল জ্বালা?
নিজের ঘর পরিপূর্ণ
অন্যের ঘর ভাঙি
মানবতার ভাষণ দিয়ে
করি মানবতার হানি।
আমার স্বজন সুখে থাকুক
অপর কে দিই লাথি
কিয়ৎক্ষণের মাতাল নিয়ে
মত্ততায় মাতামাতি।
কালের খেলা সে-ই বোঝেনা
যে জন মূর্খ অতি
তমস দিলে, তমসই পাবো
পাবো বাতি দিলেই বাতি।