সেই মেঘলা ভাদ্র দিনে
তোমার আমার দেখা
ভাটির ফুল আর শিউলি ঘ্রাণে
পথটি আঁকা বাঁকা।
সরু আলের রাস্তা ধরে
দোঁহার ছুটোছুটি
তোমার মধুর প্রেমের কথায়
হেসেই লুটোপুটি।
ভাটফুলের গোছা খোঁপায় গুঁজে
তোমার খুশির চাওয়া
সেই দৃষ্টি শিখিয়ে দিল
আনন্দ গান গাওয়া।
কত গান আর নৃত্য হল
তোমার সুরে সুরে
হঠাৎ কেন আমায় ফেলে
পালিয়ে গেলে দূরে?
ভাদ্র শরৎ আবার এলো
এলে না আর তুমি
আর কবে ফিরবে প্রিয়!
জানেন অন্তর্যামী।