তোমার আমার মাঝে খেলে যায়
খুশির শশী পূর্ণিমা
সাগর আকাশ পবন নদী
রাখতে পারে না সীমা।
তোমার আমার নিবিড় প্রেমে
হাসে গগনের তারা
ঝিলের বাতাস, উষার হাসি
দেখে দেখে হয় সারা।
আমরা দুজনে হেসেছি কত
কোটি প্রেমিকের মাঝে
সেই সুরের লহরী তরঙ্গ
সকলের কানে বাজে।
তোমার আমার পূণ্য মিলনে
গোলাপ কেতকী ফোটে
প্রতি দিনের রক্তিম রবি
পূর্ব গগনে ওঠে।