আমি মানুষ, মানের হুঁশ আছে তাই---
পোষা সারমেয় অন্যায় করেছে বলে,
তাকে চলন্ত ট্রাকের সাথে বেঁধে
শাস্তি দিতে কার্পণ্য করি না--

আমার মানের হুঁশ আছে বলে
মেডিসিন, কসমেটিকস বাজারে ছাড়ার পূর্বে
পশুর উপর বিক্রিয়া করি,
এফেক্ট টা অনুধাবনের জন্য---

আমার মানের হুঁশ আছে বলে
পাঁচ জন শাগরেদ নিয়ে, নির্জনে নিরিহ
এক নারীর উপর বলাৎকার করি,
সুপূরুষের মতো সামাজিক বিবাহ করতে পারি না।

আমার মানের হুঁশ আছে বলে
অবলা পশু পাখি ধরে ঘচাংফু করে চিহ্বার
আশ মেটাই, তাদের ভালো বাসতে পারি না,
গরম পানিয়র দোকানে লাইনে দাঁড়াই----

আমি মানুষ, মানের হুঁশ আছে বলে
মা বাবা কে বৃদ্ধাশ্রমে প্রেরণ করি,
বয়স ওদের অনেক, পরিচয় আর পরিচালনায়
অশ্লেষ বোধ করি, আমি তো মানুষ তাই---