(মাতাল প্রেমিক তার প্রেমিকা কে বলছে--)

১--ভালোবাসা এক পাণশালা
আমি নেশায় চূর
এসো সখী বুকে এসো
বিরহ করি দূর।

২--ভালোবাসা মদীর নেশা
চক্ষু মুদেও দেখি তোমায়
মুখ ফুটে একবার বলো,
ভালোবাসো আমায়।

৩--বিরহে জর্জরিত বক্ষ খানি
তোমার জন্য মাতাল
সব পেয়েও ফকির হয়েছি
জীবন হয়েছে বেহাল।


(এই শায়েরী আসরের সনামধন্য কবি
সহীদ উদ্দীন আহমেদ-দাদা কে নকল করে লিখলাম। তাই কবিতাটি দাদা কেই উৎসর্গ করলাম)