মৌন মুখর
মৈত্রেয়ী

তুমি আমি মৌন মুখর
বৃষ্টির নাই সাড়া
দগ্ধ গগনে চেয়ে থাকে শুধু
চির নীল ধ্রুব তারা।

দোঁহার চুম্বনে মেঘ ঘনাবে
ডানায় জানায় পেঁচা
জোনাকিরা সব করে উৎসব
চলে কবির কাব্য রচা।

চুম্বনে তাই মেঘ ঘনালো
আলিঙ্গনে এলো বৃষ্টি
আর সব ক্ষণ রইল গোপন
প্রকৃতি দেখলো সৃষ্টি।