জীবনে যতক্ষণ উন্নতির শিখরে
হাতে তালি পেয়েই যাবে---
যখন মাটিতে বসে পড়বে
সবাই পদাঘাত করে যাবে,
কোথায় বন্ধু! কোথায় আপন!
এটাই নাকি সংসারের নিয়ম---

নিয়মটা কে ফলিয়েছিল!
জিজ্ঞাসায় কোন উত্তর মেলে না,
যার ভাগ্যে পদাঘাত, সে আজীবন
পদাঘাতেই বিক্ষত,আহা, কেউ বলে না।
উর্ধে আরোহণ তার আর হয়না,
ভাগ্য ক্রূর হেসে যায় সারাজীবন;
ভক্ত হলেও, ভগবান করে যান বাহানা---