ভোরের কাগজ ---
কি পেলাম সে না হয় উহ্য থাক বরষ শেষে
শব্দকোষে যোগ থাকুক নতুন ভেবে
কি হয়নি নেয়া-দেয়া বন্দি থাকুক জীবন থেকে
ভুল বি-পথ ইশতেহার ঘুচুক দ্বন্দ্ব শুরু থেকে।
যাক কেটে যাক নতুন উপসংহারে পালক যোগে
সাড়া না হোক কি আসে যায় অতর্কিতে
নির্যাস না হয় নিয়ে কাটুক ভোরের কাগজে
মুক্তমনায় ভরিয়ে তুলুক সংগ্ৰাম থেকে।
রি---------
৩১.১২.২০২৪.
সবাই কে শুভ নববর্ষের শুভেচ্ছা রইল ❤️❤️ যদিও তিনি বাপু ইংরেজী তবুও সংস্কৃতি তো প্রচলিত