ভোজনরসিক ~~

ভোজনরসিক বাঙালি বটে
রসে কষে চাই ব‍্যঞ্জন
বেশিতে খুশি নই
যত হোক ভেজ রন্ধন।

বাহারি ভূষণ শব্দে ঝাঝাল
এ বেশ মনোহরি!
লঙ্কা রঙে সাজানো ব‍্যঞ্জনে
মন আনে আহাজুড়ি!!

তেতো চাই ঘোল চাই
শেষ পাতে রসগোল্লা
বড়ি,ঘটি যা আছে
জমে ক্ষীর খোশগল্পে।

বাঙালি বলে নাম তার
ব‍্যঞ্জনে আছে জাদুকারী
শিল্প তার বাহারি ব‍্যঞ্জনে
খেতে মজা ডালপুরি।
☆☆রিনা দাস
23.09.2022.