ভালোবাসি নাই বললাম ~~
ভালোবাসি নাই বললাম তাতে কি আসে যায়!
তবুও ভালোবাসি ভালোবাসা মনে থেকে যায়।
ভালো থাকা থাকা চিরকাল কত কিছু হয়ে যায়
আবেগ,অনুভূতির রেশ থাকে স্মৃতির স্মৃতি মণিকোঠায়।।
ভালো তো বাসে ভালোবাসি বলে ভালো কি থাকা হয়!
সূর্যও হাসে চাঁদের আলোয় সঙ্গমে প্রিয়ও প্রিয় চায়।
ভালো তো বাসে ভালোবাসা চিত্তে দুর্বল আঘাতে রয়
পূর্ণতা পেয়ে ভালো থেকে তবুও অমর প্রেমাভিনয়।
তুমি আছো আমি আছি আছে সরল ভালোবাসাদ্বয়
চিত্তে আছে আছে নিখাদ প্রেম তবুও কত কিছু হয়ে যায়।
☆☆®D
12.05.2023