তোমরা যারা আমায় গেছো ভুলে ~~

তোমরা যারা আমায় গেছো ভুলে
আমি কস্মিনকাল ছিলাম না কি তোমার দলে?

দেইনি কি সাড়া কোন সংকট কালে!
অস্হিচর্মে মানুষ কেমনে ভুলে?

বিবেক কি মৌনব্রতে ছলে!পাথর যত
সব কি গেছে খোয়া। প্রকৃতিতে যা ছিল ;

অধম কি হয়নি সেবার সদুত্তরে!
ঈশ্বর তো ঈদৃশ‍্যের বটেশ্বরে।নিখিলে ব‍্যপ্ত

খুইয়ে কি গেছে স্মৃতিরকোঠর হতে!
অতীত মন্থন বেখেয়ালে যত।ছিল নিস্প্রয়োজনে

অভিমান,অনুযোগে রিক্ত দুয়ার খুলে।
সিক্ত সমীরণে আছি তো  ভুলে!উদার হিমালয়ে।

তোমরা যারা আমায় গেছো ভুলে
প্রিয়ংবদা হয়ে থেকো আজীবন আমার শিহরণে!

খেদ যা রেখেছো লালনে!ভ্রূকোটিতে
নিগঢ়ে দিও প্রত‍্যক্ষীভূতে!

25.04.2023.