টিকিট-----


মৃত্যু যখন দরজায়
কে আর তাঁকে আটকায়
শমন তাকে যায় নিয়ে
ভুল চুকে শোকের।

ক্ষমা তখন ডাক দিয়ে
জীবন রথের শেষ রথে
ভোগ যা হবার ভুগিয়ে
প্রারব্ধটুকু চুকিয়ে।

কে আর তখন সাথ দেয়
কে আর তাঁকে পথ দেখায়!
ছন্দ তখন গড়মিলে
স্মৃতি শুধু দিনশেষে।

কি আর করার সবান্ধবে
হা হা কারের দিনগুলোয়!
এমনি করে ফুস হবে
একে একে সবার টিকিটে।

রি---------
০৩.০১.২০২৪.