বাহির অনল অন্তর খাঁ খাঁ
চারিদিকে দহন দহন শোক
ধুঁকছে জীবন ক্লান্ত শব
নিশির ভরা ক্ষোভ!!

উগ্র জাতী উগ্র দাবাং
ছুটছে রোজ রোজ
চালক বাহক বীরের খোঁজে
মুখোশ পরে রোজ!!


ক্লান্ত পথিক ক্লান্ত শাবক
ক্ষুধা-তৃষ্ণায় খেদ,
তীব্র দহনে দগ্ধ জীবন
শান্তির করে খোঁজ!!

উথাল-পাথাল ঝড়ের বেগে
বিশৃংখল যত নীতি
পৈশাচিক নির্যাতন হাহাকার
ভ্রষ্ট করে প্রীতি!!

বৈরী হাওয়া বিপদ সংকুল
ঘোর অরণ্যকে ত্রাহি ত্রাহি
মূর্ছা জীবন দাবানলে হনন
ক্লিষ্ট করে ভীতি!!

গন্ধ বায়ু দূষণ মেঘালয়
মিটিমিটি তারা
শান্ত তরু বিকট দূষণে
দহনে করে শোক!!

রচনাকাল -10june 2021