সোনালী ঊষায়
রিনা দাস
ঊষার আলোয় ধরণীতে ঝলমলে
সুগন্ধি কুসুমে সুরভিত অঞ্চল;
বিমল বাতায়ন বহে কাননে ভরে
অলিকুল সংগ্রহে পুষ্পরসে নৃত্যে!!
বনমালী তৃপ্ত নয়নে সুধারসে
ব্যস্ততা ক্ষণে দিবা কিংবা গোধূলিতে;
বংশীবাদক ধবল ধেনু লয়ে মাঠে
তেপান্তরে উদাসী বেণু সুরে সুরে!!
প্রকৃতির শোভা বৈচিত্রের অপরূপ
ছন্দে ঋতুর অভিমুখে আবর্তনে
বাতায়নে ফিঙে নৃত্যে পাখা মেলে মেলে
রক্তিম আভায় রাখাল ঘরে ফিরে!!
এমন ঊষা যেন আসে গো প্রতি ঘরে
যে ঊষায় সোনালী হাসিতে ভরে ওঠে!!
শেক্সপিয়রীয় রীতি
অর্ন্তমিল:অষ্টক>কখ কখ/গ ঘ গ ঘ
ষষ্ঠক>ঙচ ঙচ/ছ ছ।।