সম্পর্ক~~
চিড় ধরেছে তোমার সাথে
এখন আর দেখা হয় না রোজ।।
ফাগুন!বৈশাখ! জলভাত টানাপোড়নে
উঁকি দেয় না পিয়নের রকমারি জোস!!
হাতে হাত রাখে না মন আর
সিঁদুরে মেঘ দেখে!!
অনুক্ষণ ভেবে কাব্য লেখে যা
ইতিহাস সৃষ্টির গন্ধ মেখে।।
শিশির বিন্দু শুষে যেমন
মৃত্তিকায় কল্পিত অনুভবে!
গাঢ় দূরত্ব আঁকে খেদ
বেনামী চিঠির ভাঁজে।।
ঠুনকো শব্দ জব্দে সম্পর্ক
ঊষ্ণতা নেই রেশে!
প্রিয়ন্তী বাঁচে বিচ্ছেদে সুখ
মলিন বদনও হাসে।।
☆☆রিনা দাস
27.05.2022.