সমঝোতা ~~
এই যে আজ তোমার ঘরে পৌষ কারুর সর্বনাশে
দিচ্ছোনা সাড়া সমঝোতায়
অহংকারের ভোরে।
ভাবছো নাতো সময় তুষের ঘরে দিচ্ছে উঁকি।অনাদরে যত
ডুব -ভাসান তফাৎ আদতে
ঘূর্ণাবতের মেরুর দুই পৃথিবী!
যাচ্ছে কালে অতল তলে ডুব সাতারু কলির যুগে
মন্দ বাতাস বইছে দিকে আর্দশ বিবেক গেছে খুইয়ে!
সায় দিচ্ছ নীতিহীনতায় সায় দিচ্ছ যত দৃষ্টিকটুতে!
অন্যায় দেখে মৌনতায় কাটাচ্ছ যত অবৈধে ছেঁয়ে।
ভেচিং কাটছো দিনরাত্রে অনাদরে রাখছো বাস্তুখুঁটি!
ভাবছো নাতো জীবন প্রদীপ
হীরের চেয়েও দামী।
যা দেখছো মূল্যহীনে তোমার কারুর কাছে অতীব প্রেমী
সজীব সে পেলবতায় শুভানুধ্যায়ী।আনকোরাও সুপক্কী--
আজ অনায়াসে দিচ্ছো খিল- ভাবছো না আগে পিছে
যেদিন অলিন্দে বিঁধবে তীর!মেরু প্রদক্ষিণে তোমার দোরে
গভীর জলে নিমগ্ন ভীড়ে অতল তোমার আত্মসমর্পণে--
নিঃশব্দে কাটবে প্রহর দুঃসময়ে ঘিরে!সমঝোতা কিবা তখন ভেবে।
☆☆®D
02.07.2023.