সময়ের নীতি -------

শহর যখন পুড়ছে বাইরে
তখন পুড়ছে কারুর ঘর!
মন খারাপের নিম্নচাপে
পারদে সর্বনাশি চর!!

বুঝলে খোকা তুমিও বোকা
আদরে তুমি বিবেকে নীতিহীন!
জ্ঞানের বাক্যে বোঝাও বুলি
নিরেটে যত কথাঋণ!

আদতে যার যেমন খিদে
গেলাসে তেমনি পায়।
মিছেমিছি দোষী সবে
পশ্চাতে অজুহাতের দরজায়।

রটালে যখন কথার ঝুরি
বাঁধলো না তখন কিছু
তুমিও বাঁচোয়া হাঁফছেড়ে
দায় ভাঁড়ে হট পিছু।

পাড় যত নিগড়ে নাও
সময় এক্ষুনি তোমার
কাঁটা ঘায়ে নুনের ছিটে
যত পাড় দিয়ে যাও!

রি--------
০৩.০৫.২০২৪.