সময়ের খেলাঘর----

ফুঁসছো কেন?
-রাগে
তাপ লাগল না তেতোয় মুখ তিক্ত!
না না --
তুমি নির্বোধ নও
জেগে ঘুমানোরও ভান করো না
দু'কান কাঁটাও নয়
তবে -----
পরনির্ভরশীল?
না না ---
তবে!!
ও বুঝেছি দায়ে।----
তুমি যত নির্দোষ হও ;যত দায় থেকে যাক তবু তুমি নৈতিকতার দায় এড়াতে পারো না...
কি অসহ্য লাগছে কথায়?
কর্কশ লাগছে ?বেমানান লাগছে?
অজ্ঞানীর ভাষণ মনে হচ্ছে
আজ কান বুজে দিচ্ছো ভেবে
দাও দাও ---
সময় নেই তোমার
পার যত গুছিয়ে নিতে।
ভাব -তো
রঙ বদলে যাবে
ফিকে হবে
একাকীত্ব দাস হবে
খোয়া যাবে সময়ে!!

রি ----
০৫.০৬.২০২৪.