সমসাময়িক~~
সব কবিতা কালজয়ী নয়
কিছু কবিতা হৃদয় ছুঁয়ে অমর অমরাবতী হয়।
রবি ঠাকুর,মাইকেল কিংবা নজরুল,সেকক্সসপিয়ারের কাব্য যেমন মাইলফলকে ছুঁয়েছে বিশ্বের হৃদয়!
ভেবে দেখেছো কি কবি তুমি?
ভেবে দেখোছো কি?
কত বিনিদ্রত রজনীতে ক্লিষ্টের পান্ডুলিপিতে কত খ্যাতির শীর্ষের অশ্রুঝরে!
অসহায়ে মেধার মৃত্যু ঘটে?
প্রতিভা ভূলুণ্ঠিত ঘটে অপাত্রে?
রাজকীয় সমসাময়িক কবি তুমি ভেবে দেখেছো কি?
কত জীবনানন্দের মত কবি নীরব একাকিত্বের গাঁথা গ্রন্থ জীবদ্দশাতে অগ্রন্থিত থেকে যায়।
ভেবেছো কি কবি তুমি!
সব কবিতা রাজ বেশ পায়?
আমৃত্যু যে কবি ও কবিতা রচে অমর কাব্য সে কবিতা নাকি ছন্দ অলংকৃত অনাদরে রয়।
হে কবি ভেবে দেখেছো কি তুমি?
আমৃত্যু যে লড়ে বীরত্বে সে কিন্তু কবি বটে মহাকবি নয়।।
☆☆২২.০২.২০২৩.
রিনা দাস.