শহরতলীর দালান তোমরা দেখতে যদি সবে চাও
কোলকাত্তা'র কলেজ স্ট্রীট তোমরা সবে যাও;
দেখতে পাবে হরেক রকমের নানা সে রঙ
ছোট্ট শহর ঘিঞ্জি মানুষ প্রসাধনীতেও বেশ বাহার।।
দেখতে কেমন পাখির বাসা শ্যাওলা গোছের রঙ
বৃষ্টি-বাদলে প্যাঁচপেচিয়ে ওঠে বিদঘুটে তার ঘ্রাণ ;
ছোট্ট ছোট্ট কুটিখানিতে প্রদীপ জ্বলে মিটিমিটি
ওরই মধ্যে বিদ্যুৎটুনি জ্বলে রাশি রাশি।।
ব্যস্ত শহর ব্যস্ত জীবন তবুও স্বপ্নের বহর
একটুখানি দমকা ঝড়ে ভাঙ্গে তার প্রহর!
ঝড়-তুফানে কাঁধ মিলিয়ে থাকে পরশি মিলে
দুঃখ-জ্বালা অনাদর তবুও হাসে প্রাণ খুলে।।
ছেড়া বসন,ছেড়া জুঁতোয় কাটে কার ও দিন
তবুও তারা দিনের শেষে সুখে করেন আলিস,
একটুখানি শৌখিন যারা তারা সুরে ধরে গান
নিরানন্দের মাঝেও আনন্দে ভরে ওঠে প্রাণ।।
হয়নি সুর হয়নি তাল হয়নি ওতে ছন্দ
তবুও শহরতলীর দালান গুলো মুচকি কেমন হাসে,
পৌরকলের জলে তাদের স্নান -রন্ধন-খাওয়া
তবুও তারা হাসিমুখে রৌদ্রস্নানের আশেই।।
সময় হলে লাইনে দাঁড়িয়ে তুলবে তারা রেশন
একটুখানি দেরি হলে বন্ধ হবে যত বিলিবন্টন,
শহরতলীর দালান কোঠা এসব দেখে স্মিতহাসে
কারও পাতে অন্ন জোঁটে কারও পাতে নেহি আসে।।
রচনাকাল: ২০ সেপ্টেম্বর ২০২০.
জমা:০৮.০৭.২০২১