সফলতা ~~

সফলতার গল্প সবাই শুনে
নুব্জ‍‍্য হয়ে পড়ে থাকার গল্পটা অনামী চিঠির বাক্সে পড়ে থাকে
রক্ত জলে যে গল্পটা সংগ্রামী হতে শেখায়
সেটাও হয়তো কখনো কার ও মুখের হাসির খোরাক হয়!
নিত‍্য যে লড়াই নিজেকে আত্মবিশ্বাসী হতে শেখায় সেটা কোন অগ্রন্থিত লিপির পাতায় লিপিবদ্ধ থাকে!
অদ্ভূত যে আমরা রোজ সফলতার সিঁড়ি গুনি
কঠিন ক্লিষ্টের প্রতিচ্ছবি ভেসে ওঠে ব‍্যর্থ প্রচেষ্টায়
কিন্তু তবু আশায় জিইয়ে রাখি
এরপর গল্প হয়!
সফলতা সে তো পাহাড় জয়ীর নেশা দেখায়
নিমিষেই ধূলিসাৎ করে ক্লান্তির রেশ
কানেকানে যেন বীজমন্ত্রবলে বলে" নাবিক জাগ্রত হও সম্মুখে বহু পথ আছে বাকি
তোমায় যেতে হবে ফিরে "!!
ব‍্যর্থ নয় চাই  অনুপ্রেরণা নাবিক
ব‍্যর্থর গল্প নয় চাই অনুপ্রেরণা নাবিক
গল্প তো সফলতার মাঝে!!
☆☆রিনা দাস।
10..02.2023.