সী মা হী ন প্র ত্যা শা ------

কেউ চায় রক্তে সাঁকো গড়তে
কেউ চায় বিচ্ছেদ!
কে কি চায় নিজের ভালোয়
সুখ চায় শান্তিতে প্রলেপ।

কেউ চায় দূরত্ব গড়তে
কেউ চায় আড়াআড়ি
কে কি চায় নিজের অজান্তেই
সুখ সমুদ্রে ডুব।

কেউ চায় আধুনিকা
কেউ চায় আদি সে-কে-ল
কে কি চায় নিজের কল্পনায়
ভেবে মরে চুপ!

কেউ চায় সৌখিনতায় ছোঁয়ায়
কেউ চায় সদা হাস্যোজ্জ্বল
কেউ চায় সাদা সাদা
কারুর দম্ভে অটুট!

কেউ চায় ভবঘুরে জীবন
কেউ চায় ধারাবাহিক
কে কি চায় সুখের ছোঁয়ায়
থাক দুঃখটুকু নিরব।

কেউ চায় আভরণে
কেউ চায় নগ্ন সুখের
কেউ চায় সম্ভ্রম টিকিয়ে
রক্ষেয় যত টুকু সুখ।

রি--------
২৫.০১.২০২৫.