শেষ ঠিকানার গন্ধ ~~
এখন আর কারুর দিকে তাকিয়ে হাসতে ইচ্ছে করে না
এখন আর কাউকে ভালোবাসতেও ইচ্ছে করে না
এখন আর সময়ের দিকে তাকিয়ে বাঁচতে ইচ্ছে করে না
এখন আর কোন বিষয়ে ভাবতে ইচ্ছে করে না
এখন আর ক্ষতে আঘাতের রেশ থাকে না
এখন শুধু একটাই জানতে ইচ্ছে করে বাঁচি কি আশায়!
সব চাওয়া কি প্রাপ্তি হয়?
চরৈবতৈ জীবন কান্ডারী নিয়ে চলে নিয়ম মেনে
যঞ্ঝা তো নিজস্বতায় চলে না
মহাজীবনও সবাই প্রাপ্তিতে পূরণ করে না
অধরা ভবিতব্য কেউ নির্ধারণ করতে পারে না
কিন্তু তবুও এটুকুই জানতে ইচ্ছে করে ক্রমিক নম্বরে ভুল চলছে না তো
শেষটুকুন ঠিক চলবে তো?
কোন দুরারোগ্য দমিয়ে দেবে না তো
কলকাঠি যিনি নাড়িয়ে দিচ্ছেন তিনি সব নিয়মে দেখছেন তো
শেষটুকুন কর্তা ঠিক নিয়ে নেবেন তো?
এখন আর ভাবতে ইচ্ছে করে না
ভাবনাগুলো কবেই ধূলিসাৎ হয়ে গেছে
চিঠিতে এখন শুধু শেষঠিকানার গন্ধ।
☆☆®D
24.08.2023.