সেই আমি ~~

আমার বিশ্বব্রহ্মান্ড আমার কর্মযজ্ঞে,
যেখানে অনর্গল হেঁসেল ক্রিয়াশীল
অজুহাত যেখানে বেমানান
সাধারণের যেখানে আমি মূল্যহীন!

নিয়মমেপে যেখানে সবর্দা ক্রিয়া সচল
স্বর্গ যেখানে পরিজাত পুস্পের  নয় রসনাবিলাসে
অসাধারণের সেই আমি সাধারণ বিশ্বকর্মা কর্মবীরা।

আমার ক্লিষ্ট যেখানে উপহাস‍্যের খোরাক
জোকার যেখানে নিত‍্যকর্মে!
ধর্ম যেখানে  আমার কর্মের যোদ্ধা
তলোয়ারবিহীন সৈনিক আমি র্নিঘুম প্রহরী।।

ধূসরের যেখানে আমি কাব‍্যিক কবি  
মেঘমালার যেখানে আমি উদার প্রকৃতির!
রিক্ত তবুও মাথা নিপতিত নই!সেই হাজার স্বপ্নের অনুগল্পের আমি স্বপ্নদ্রষ্টা
সেই আমি অসাধারণের সাধারণ অনুপ্রেরক কবি।
☆☆রিনা দাস
30.10.2022.