সাহিত্যদপর্ণ--------
লিখলে মহাকবি হওয়া যায়?
লিখলে পুরস্কার পাওয়া যায়?লিখলে জ্ঞান বাড়ে?
লিখলে খিদে বাড়ে?
--------
অপ্রিয় হলেও সত্যি যে
সবাই মহাকবি হয়ে জন্মায় না
কেউ কেউ মহাকবি হয়ে উঠেন তার সাহিত্য চর্চার মাধ্যমে
লক্ষ/কোটির মধ্যে একজন জন্মায় ঈশ্বর প্রদত্ত মহাকবি হয়ে ।
আবার তেমনি কেউ কবি হোন সাহিত্যকে ভালোবেসে
মহাকবি ঈশ্বরের আশীর্বাদ স্বরূপ
আদতে যার যেমন খিদে পরিপূর্ণ তো সেভাবেই হয়
আমরা পেছনে চিলের মত ঘুরি
রসদ খুঁজি প্রিয়কে ভালোবেসে
রসদ খুঁজি শান্তিতে বাঁচতে
রসদ খুঁজি ছন্দে থাকার লড়াই
শব্দ খুঁজি নিখুঁতভাবে
কিন্তু ইচ্ছে অদম্য হওয়া সত্ত্বেও কোথাও অপূরক থেকে যায় ।
কোথাও কোথাও অমিলে তাল লয়ে বেমানান লাগে
খিদের ধরনে ঢিপি পড়ে
শব্দ জব্দেও জ্ঞানের কমতি পড়ে
ইচ্ছে সত্ত্বেও ভাঙ্গতে পারিনে নিজেকে
অধরা থেকে যায় শৃঙ্গার জয়ের
কোথাও নতুন পুরাতনে সংঘাত বাঁধে ।
এসেছে নতুন শিশু তাকে
-------
কোথাও যেন অযোগ্যের ঘোষণা করা হয়
স্তম্ভিত হয়ে সাহিত্য যেন মনে করায় এ জীবনানন্দের জীবনী
পুরস্কার কি পেলাম সেটা বড় কথা নয়
সাহিত্য রসদ কতটুকু হৃদয়ে গেঁথেছে সেটাই মূখ্য নয় কি!!
রি-------
২৪.০৪.২০২৪.