ঘনায়ে এল রথযাত্রা
জগন্নাথ যাবে মাসির বাড়ি
সঙ্গে যাবে সুভদ্রা বলরাম
বাজবে মোহন বাঁশি।।
থাকবে তারা আটটি দিন
হৈ-হুল্লোড়ে কাটবে মাতি
ছাপান্নপদ ভোগ নিবেদন
সকলের মুখে হাসি।।
নিত্য সাজে অঙ্গভঙ্গে
রূপে যেন জোৎস্নারশ্মি
অষ্ট দিনে অষ্ট রূপে
মুগ্ধে নগর বাসী।।
তিন সহোদরে মায়া জড়িয়ে
ফিরবে উল্টোরথে
রথযাত্রা পুরাণ রীতিতে
বাজবে মিলনের বাঁশী।।