পুরনো ডাকবাক্স-----

জীবন টা যেন কেমন তর
অগোছালো সহচরীর মতো
খড়কুটোকে আঁকড়ে ধরে মন
সলতে আগুন পুড়ে ছাই!
দূর হতে শুনে দীর্ঘ নাভিঃশ্বাস
কত কথা হয়নি আজো বলা
রসদ গেছে ছুঁইয়ে উঠানবাড়ি
খুইয়ে গেছে জীবন অনেক খানি!
বসতভিটেয় পুরানো স্মৃতিতে
ধুলোয় ঢেকে মেঘ হয়েছে ভারী
আনকোরাতে জীবন গেছে ছুঁইয়ে
হয়নি দেখা পুরোনো অভ্যাসে!
যৌবন যা ছিল অতীত দৌরাত্ম্যে
খুইয়ে গেছে ভবিতব্যের কথা ভেবে
যায়নি মুছে মন থেকে নদীর ভাঙ্গনে
খুব সহজে যায় কী তারে ভোলা!

রি--------
২৮.০১.২০২৫.