কবিতা ~~
মন খারাপের দাওয়াই তুমি
তুমি বিনা রিক্ত ভক্তজনা!
কত অভয় পাই নির্জনায়
তুমি বিনা মরুর শিখা।
সুর,ছন্দ শব্দের প্রতিধ্বনিতে
তুমি হৃদয়ের ব্যাকুলতা
প্রেরণা তুমি সহস্র কবির
দিশেহারা অকথিত তুমি কাব্যের বীণা।।
অনুভূতি তুমি নিস্তব্ধতার বেশে
তুমি গ্রন্থিত কাব্যিক প্রেরণা।
গিরিধারা তুমি নব্য কবির
তুমি বিশ্ব ত্রাতার মহিমা।
জাগ্রত তুমি হিটলার নেতৃত্বে
তুমি বিজয়ী সেনা।
প্রত্যাশা তুমি নারী হৃদয়ে
তুমি স্বয়ং মুক্ত চেতনা।
☆☆®D
21.03.2023.