পূর্ণজন্ম-----
আমায় যারা বলতে দাওনি বাধ সেধেছ রাতে
আস্থা রেখেছি সত্যটুকু গ্লানি রেখেছি ঢেকে।
রোধ করেছো কন্ঠস্বরে লাভ হয়নি মোটেও
যা হবার হবে ভেঙ্গে পড়েনি তাতে ---
আঁচ লেগেছে জন্ম দাগে ক্ষত হয়নি উপশমে
পড়ন্তু রাগ করিনি ভবিতব্য মেনে কেঁদেছি অঝোরে---
অগণন জিভ দাঁড়িয়েছে রুখে মিথ্যের মুখোশের ভীড়ে
উদ্ঘাটন সত্য জয়ের পিছু দেখিয়েছি সগৌরবে।
রোধ করেছো একস্বর বিধ্বস্ত করেছো সজোরে
থামেনি মোটেও গতিবিধি সোচ্চার হয়েছে অখিলে
মৃতদেহ জেগে ওঠে ভাবনি আগে পিছে
কবিতার ও পূর্ণজন্ম হয় নতুন সূর্য লোকে।
রি--------
৩০.০৯.২০২৪.