পুগ্লুর জন্মদিন ~~
যত পার নিগঢ়ে নাও
ভালোবাসা টুকু
বড় হয়ে দুরন্তপনা
ছেঁটে হবে উঁচু।
হাসিমুখে দাও ভার
রয়ে যাবে আদরের
দুষ্টুমিতে ঘটিবাটি
মাতিয়ে সর্বত্র লুটি।
যত পার নিগঢ়ে নাও
প্রেমভাবে সয়ে যাবে
অবুঝ বালক তুমি
হও প্রজ্ঞায় প্রখরমতি।
যদি হও গম্ভীর
দেখতে লাগে ভীমবীর
হও পুগ্লু তুমি আরও
সূক্ষ্ম ধীরমতি।
জন্মদিনে প্রার্থনা জানাই
🙏স্রষ্টা করুন তোমা শুভমতি
মাতৃগর্ভে ধন্য করে
তুমি হও ধীমতি।
☆☆০৪.০৩.২০২৩.
☆☆®D.
[[ঠাকুরের (স্রষ্টার )অসীম কৃপায় তোমাকে পাঠিয়েছে আজ এই দিনে।ঠাকুরের(স্রষ্টার)নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি।তিনি(স্রষ্টা)যেন তোমার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু দান করেন।]]