প্রতিযোগিতা ~~

চারিদিকে মেতেছে প্রতিযোগিতার ছড়াছড়ি
এক কবিতা লিখে কি! সেরা বাছাই করি
প্রাঞ্জল আর শুদ্ধ ব‍্যাকরণ জানি কত জনা
ভাবের বশে লিখছো কবি তুমি  আনমনা।

লিখি বটে অকপটে হ-য-ব-র-ল ছড়া
সেরা বাছাই হবে নাকি আমার কবির প‍্যারা!
পদ‍্য নাকি গদ‍্য রসের আত্মপ্রলাপ
নেই তাল ছন্দ মেলবন্ধনে সংলাপ!

বিজ্ঞাপন দিচ্ছি রোজ ভিতর কিংবা বাইরে
প্রকাশক আমি বেশ রাজপাটে!
নিজের লেখা মানের সেরা নেই অন্ত‍ঃমিল
পাঠক বুদ্ধু রাখে না খোঁজ বাহবাতে সেরা!

রবির হাওয়া লাগল পালে কবির ছড়াছড়ি
নিত‍্য লিখে কলম তড়োয়াল হচ্ছে শাণিত ছুরি!
আধুনিক সব হচ্ছে লেখা গদ‍্যের রকমারি
বাস্তবতা সুর রুক্ষ ভাব গভীরতার নেই জুড়ি।

অল্পবিস্তর চোখ ঝাঝালো ছন্দ তাবরেতাবর
ঘটি বাটি শব্দ অলংকারে লাগে বেদম বুড়ি!
তুষ্ট হয়ে দিচ্ছে বর মা বিদ‍্যের দেবী
প্রজ্ঞায় তুমি কবি হও অন‍্যন‍্যের অধিকারী!
☆☆৯.১১.২০২২.