প্রলাপ ১------
আমার সারাটা শরীর ক্লান্ত খুব
দেখছি ঝাঁপসা চোখের দৃষ্টিতে
টুকরো স্মৃতি মরে গেছে জীবনী থেকে!
আমি এক সাধারণ মানুষ
আমার ভাগ্য লিখেছে বিধাতা হে
দুঃখ ই আমার আজন্ম সুখ!
দোষ আমার ধাতের ব্যামো
গ্লানি আমার চিরসখা হে
আমি না হয় বাঁচি কল্পসুখেতে!
রি--------
২৩.০৩.২০২৫.