প্রকৃতির খেলা -----

কে বলতে পারে ভালো থাকবো আজীবন
কে'ই বা বলতে পারে ---
যখন নিজের নিঃশ্বাসকেই অবিশ্বাস্য মনে হয়
সেকেন্ডের মুহূর্তে তোলপাড় করে কাছের পৃথিবীটাকে যখন নিমিষেই ধূলিসাৎ করে
রক্তক্ষরণে সংযম যেখানে অবাধ্যতার বেড়ি ভাঙ্গে তখন গোটা পৃথিবীটাকে অচিন এক
অতল সমুদ্র মন্থন মনে হয়।
প্রতিশ্রুতি সবাই দিতে পারে কিন্তু কে রাখে নিয়ম করে!
সবাই যে যার নিজের কাজে অকারণে কে রাখে দায়!
ছাদটা যখন মাথায় ভাঙ্গে!!
উত্তরণে নিজেকে আপ্রাণ চেষ্টা করতে হয়।
চারিদিকে অন্ধকারের মাঝে আলোর সন্ধান করতে হয়
তখন একটি কথাই বারংবার মনে হয়" যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখিবে তাই-পাইলে পাইতে পারো অমূল্য রতন"
আজ্ঞে হ্যাঁ --
কিছু প্রবচন কখনোই মিথ্যে হয় না তা
সত্যের ও সত্য থাকে প্রকৃতির খেলা
প্রতিশ্রুতি দেয়া সহজ ভাড়ের ভাঁড়ে তা পালন করা
ততটাও সহজ নয়
কে রাখে নিয়ম করে --
দিনশেষে নিজের লড়াইয়ে নিজেকেই জয়ী হতে হয়
প্রকৃতি ঠিক একদিন অনুকূলে আসবে ঠিক সেপর্যন্ত লড়াইটুকু নিজের কাছে গচ্ছিত রাখতে হয়
উদায়মান সূর্য সঠিক সময়ে ধরা দেবে
সে পর্যন্ত চলতে থাক পথ ---।


রি--------+
১১.০৫.২০২৪