প্রকাশ ~~

ভাষাই মোদের গর্বের প্রকাশ
ভাষাই মোদের প্রাণ
বাংলা ভাষা জুড়াই বুলি
এ বাংলা সাধনা।

অ ক খ যা প্রকাশ শিখি
সব বাংলার বুলি
যত শহীদ রক্তে ঝরালো প্রাণ
বিনিময়ে মোদের ভাষাবিধি।

ভাষাই মোদের বর্ণ শেখায়
ভাষাই শেখায় সভ‍্যতা
দুই বাংলায় যুক্ত করে
প্রেমের হৃদ‍্যতা।
☆☆২১.০২.২০২৩.