প্রার্থনা*-------
এই যে আমি আছি বেশ দুঃখ টুকু চেপে
মুখ ফুটিয়ে খিলখিলিয়ে হেসে শান্তি যদি আসে!
এই যে আমি রাস্তা মাপি নিয়ম করে রাতে
গরমিলের ফাঁকি শেষে হিসেবটুকু রেখে।
এই যে আমি ছুটছি রোজ লহরের সাথে
কি'বা' হবে আছি নেই স্বপ্ন দু'চোখে ভাসে।
এই যে আমি ক্লান্ত খুব আয়েশ খুঁজি ধাতে
কর্মবিমুখ যত্ন করি জীবনতরীর মাঝে।
এই যে আমি শুনছি গল্প খেয়াতরীর মাঝে
জাগছে বিবেক হচ্ছে শূন্য প্রাপ্তির যোগে।
এই যে আমি দেখছি রোজ বাকবিতন্ডার সাঁঝে
রয়ে সয়ে মৌন থেকে বিচার দিচ্ছি স্রষ্টার দরবারে।
রি--------
০৩.০৪.২০২৫.